আগামী ১ অক্টোবর থেকে কাগজে ছাপা রশিদ বন্ধ | প্রিমিয়াম সংগ্রহে ই-রিসিপ্ট দেয়া বাধ্যতামূলক, কার্যকর শুরু ১ জুন প্রসঙ্গে 

 

প্রিমিয়াম সংগ্রহ ই-রিসিপ্ট চালু সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত স্মারকটি প্রয়োজনীয় কার্যার্থে এতদসংগে প্রেরণ করা হলো। অবশ্যই অবগত আছেন যে, বীমা কোম্পানি কর্তৃক UMP তে আপলোডকৃত ডাটার ভিত্তিতেই UMP তে “ই-রিসিপ্ট” প্রস্তুত করা হয়। সেহেতু, আপনার কোম্পানির ই-রিসিপ্ট এর ব্যবহার নিশ্চিতকল্পে কর্তৃপক্ষের চাহিদাকৃত ডাটা নিয়মিতভাবে UMPতে প্ররনের জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
 
একইসাথে ই-রিসিপ্ট সরবরাহ সহজিকরণকল্পে ই-রিসিপ্ট সংক্রান্ত নিম্নোক্ত লিংকগুলো আপনার কোম্পানির  শাখা এবং এজেন্টসহ গ্রাহক পর্যায়ে শেয়ার/অবগত করার জন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহনের অনুরোধ করা হলো।
 
 
E-Receipt Link:

Policy Holder Portal: https://idra-ump.com/policyholder-portal

”বীমা তথ্য” Mobile App: https://play.google.com/store/apps/details?id=com.idra.ump